পুনেকে ১৮৫ রানের লক্ষ্য দিল মুম্বাই

আইপিএলের দশম আসরের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য রাইজিং পুনে সুপারজায়ান্টের সামনে ১৮৫ রানের টার্গেট ছুড়ে দিয়েছে রোহিত শর্মার দল।
মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার জস বাটলার। নিতিশ রানা করেন ৩৪ রান। ২৭ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে। ১৪ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
পুনের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান তাহির। দুটি উইকেট নেন রজাত ভাটিয়া। একটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও অ্যাডাম জাম্পা।
পুনে একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, মায়ানক আগারওয়াল, মনোজ তিওয়ারি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রজাত ভাটিয়া, দ্বীপক চাহার, বেন স্টোকস, অ্যাডাম জাম্পা, অশোক দিন্দা ও ইমরান তাহির।
মুম্বাই একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল, জস বাটলার, আম্বাতি রাইডু, কাইরন পোলার্ড, নিতিশ রানা, হার্দিক পান্ডিয়া, ক্রনাল পান্ডিয়া, ম্যাকক্লেনেঘান, জসপ্রীত বুমরাহ ও টিম সাউদি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন