পুনের বিপক্ষে পাঞ্জাবের প্রথম জয়
আইপিএল এর নবম আসরে প্রথম জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দুই ম্যাচের হারের প্রতিশোধ যেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে নিল। রোববার ধোনির দলের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিলেন বিজয়রা।
ধোনির নেতৃত্বে জয় দিয়ে আইপিএল-এ যাত্রা শুরু করে পুনে। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে হেরে যায় তারা। জয়ের ধারায় ফিরতে এ ম্যাচে মাঠে নেমেছিলেন ধোনিরা। লক্ষ্য পূরণ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হল তাদেরকে।
পাঞ্জাবের মাঠে প্রথমে ব্যাট করে ফাফ ডু প্লেসিসের ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে পুনে। জবাবে মুরালি বিজয় ও মানান বুহরার পর ম্যাক্সওয়েলের তাণ্ডবে ৮ বল হাতে থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
উদ্বোধনী জুটিতে বিজয় ও বুহরা ৯৭ রান করেন। মারমুখী ব্যাটিং করা বুহরা হাফ সেঞ্চুরি করে মাঠ থেকে বিদায় নেন। ৩৩ বলে সাতটি চারের সুবাদে ৫১ রান করেন তিনি।
এরপর দ্রুতই তিনটি উইকেট হারায় পাঞ্জাব। ১৫ তম ওভারের প্রথম বলে মুরুগান অশ্বিনের বলে বোল্ড হন ওয়ানডাউনে মাঠে নামা শন মার্শ। একই ওভারের শেষ বলে ধোনির হাতে ক্যাচ আউট হন ওপেনার বিজয়। সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন তিনি। মিলার মাঠ ছাড়েন সাত রান করেই।
তবে ম্যাক্সওয়েল ব্যাট হাতে ঝড় তুলে জয় ছিনিয়ে নেন। ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে চার রান নিয়ে েখেলা শেষ করেন ওয়াইজ শাহ।
এর আগে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় ওপেনার আজিঙ্কায় রাহানাকে হারায় পুনে। ওয়ানডাউনে মাঠে নামা কেভিন পিটারসেনকে সঙ্গে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন ডুপ্লেসিস। পিটারসেন বিদায় নেন ১৫ রান করে। থিসারা পেরেরা (৮) মাঠে স্থায়ী হতে পারেননি। তবে ডুপ্লেসিসকে যোগ্য সঙ্গ দেন স্টিভেন স্মিথ। ২৬ বলে ৫টি চারে ৩৮ রান করে বিদায় নেন তিনি।
শেষ ওভারের প্রথম বলে ডুপ্লেসিস বিদায় নেন। তার ৬৭ রানই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৫৩ বলে ৮টি চারের সুবাদে এই স্কোর করেন তিনি। একই ওভারের দ্বিতীয় বলে আউট হন ধোনি (১)। শেষ বলে রান আউট হন ইরফান পাঠান (২)।
পাঞ্জাবের বোলার মুহিত শর্মা তিনটি উইকেট শিকার করেন। সন্দীপ শর্মা দুটি ও অ্যাবোট একটি উইকেট পান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন