পুরনো প্রেম আবার জুড়তে চলেছে, অনুষ্কার ফোন বিরাটকে।

পুরনো প্রেম কি আবার জুড়তে চলেছে? আর তার জন্যই কি বাইশ গজে এরকম ঝকঝকে লাগছে বিরাট কোহলিকে?
ঘটনা হল, অনুষ্কা শর্মা ফোন করেছেন বিরাটকে। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ৪৯ রানের পরে বিরাট-প্রেমে মজেছে পাকিস্তানও। সেখানে অনুষ্কা আর কী ভাবে পিছিয়ে থাকেন? থাকেনওনি। শোনা যাচ্ছে, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অব্যবহিত পরেই অনুষ্কা ফোন করেছিলেন বিরাটকে।
যদিও এই ঘটনা সম্পর্কে কেউই মুখ খোলেননি। না বিরাট, না অনুষ্কা। কিন্তু যা রটে, তার কিছু তো সত্যি বটে। আর অনুষ্কার ফোন পাওয়ার পর বিরাটকে আরও ঝকঝকে লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও বিরাট দুরন্ত ব্যাটিং করেছেন। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন যুবরাজ সিংহও।
দু’ বছরের বেশি সময় ধরে বিরাট ও অনুষ্কার প্রেম চলছিল। বিরাট বিয়ের প্রস্তাব দেওয়ার পরে অনুষ্কা তা প্রত্যাখ্যান করেন। আর সেটাই দু’জনের সম্পর্কের ফাটলের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। অনুষ্কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শ্রীলঙ্কা সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন বিরাট। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। কাদা ছোড়াছুড়িও হয়েছে। এবং সেটা শুরু হয়েছিল কোহলির তরফে। হৃদয় ভেঙে গিয়েছে, এরকম ছবি পোস্ট করেছিলেন কোহলি। পদ্মাপারে বিরাট কোহলির সব ভুলিয়ে দেওয়া ইনিংসের পরে অনুষ্কাই এগিয়ে এসেছেন। শোনা যাচ্ছে, কোহলি অনুষ্কার ভাইয়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। অনুষ্কাকে নিজের জীবেন ফিরে পেতে মুখিয়ে রয়েছেন কোহলি। যে কোনও দিন কোহলির ফোন আসতে পারে অনুষ্কার কাছে। অনুষ্কাও সেই ফোনের অপেক্ষায়। হয়তো এশিয়া কাপ জিতে ওঠার পরেই কোহলির ফোন যেতে পারে অনুষ্কার কাছে। আবারও দু’ জনকে একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরতে দেখা যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন