পুরস্কার ঘোষণার পর মিঠু মামার সঙ্গে সবশেষ কথা হয়েছিল : মিম


খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে ২০১৪ সালে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মাত্র কয়েকদিন আগেই এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি।
কিন্তু ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠুর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিম। মৃত্যু সংবাদ শোনার পর অনুভূতিশূন্য হয়ে গিয়েছেন বলে জানান মিম।
মিম বলেন, “আমি খালিদ মাহমুদ মিঠুকে ‘মামা’ বলে ডাকতাম। তিনি আমাকে মেয়ের মতোই আদর করতেন। আমাদের পরিবারের সঙ্গে তাঁর অনেক আন্তরিক সম্পর্ক ছিল।”
এদিকে খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী ও চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা ‘জোনাকির আলো’ ছবির জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণার পর মিমের সঙ্গে খালিদ মাহমুদ মিঠুর এই বিষয়টি নিয়েই সবশেষ কথা হয়েছিল।
মিম বলেন, “মিঠু মামা আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘যদি আমরা কোনো কারণে পুরস্কার আনতে যেতে না পারি, তাহলে আমাদের পুরস্কারটাও তুমি নিয়ে এসো।’ মিঠু মামার সঙ্গে এটাই ছিল আমার শেষ কথা।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













