পুরস্কার ঘোষণার পর মিঠু মামার সঙ্গে সবশেষ কথা হয়েছিল : মিম

খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে ২০১৪ সালে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মাত্র কয়েকদিন আগেই এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি।
কিন্তু ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠুর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিম। মৃত্যু সংবাদ শোনার পর অনুভূতিশূন্য হয়ে গিয়েছেন বলে জানান মিম।
মিম বলেন, “আমি খালিদ মাহমুদ মিঠুকে ‘মামা’ বলে ডাকতাম। তিনি আমাকে মেয়ের মতোই আদর করতেন। আমাদের পরিবারের সঙ্গে তাঁর অনেক আন্তরিক সম্পর্ক ছিল।”
এদিকে খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী ও চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা ‘জোনাকির আলো’ ছবির জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণার পর মিমের সঙ্গে খালিদ মাহমুদ মিঠুর এই বিষয়টি নিয়েই সবশেষ কথা হয়েছিল।
মিম বলেন, “মিঠু মামা আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘যদি আমরা কোনো কারণে পুরস্কার আনতে যেতে না পারি, তাহলে আমাদের পুরস্কারটাও তুমি নিয়ে এসো।’ মিঠু মামার সঙ্গে এটাই ছিল আমার শেষ কথা।”
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন