পুরুষদের কাছে দিনের ‘সেরা’ সময় কোনটি? জেনে নিন…
সকাল, না সন্ধে? নাকি রাত? অনেকেই বলবেন, ‘‘ভালবাসার সময় হয় নাকি?’’ বিজ্ঞান বলবে, ‘‘হয়।’’ কোনও ধাপ্পা নয়, স্রেফ হরমোনের হিসেবে পাল্টে যায় অনেক সমীকরণই। দেখে নিন…
টেস্টোস্টেরোন হরমোনের ক্ষরণ যখন তুঙ্গে থাকে, তখনই যৌনতার জন্য সেরা সময়। এটা একেবারে সাদামাটা কথা। কিন্তু ঠিক কখন পুরুষের শরীরে এই হরমোনটি দুরন্ত গতিতে ছুটতে শুরু করে?
ইউনিভার্সিটি অফ লুসভিল-এর অধ্যাপক স্টিফেন জে উইন্টারস পুরুষের শরীরে টেস্টোস্টেরোনের ওঠানামার একটি চার্ট তৈরি করেছেন। ২৪ ঘণ্টার হিসেবে এটি একটি গড় ওঠানামার তালিকা। নীচে দেখে নিন সেই তালিকা।
এই তালিকা থেকে পরিষ্কার, দুপুর একটা নাগাদ টেস্টোস্টেরোনের ক্ষরণ বাড়লেও, তা প্রায় সঙ্গে সঙ্গেই কমতে থাকে। রাতের দিকে পৌঁছে যা চলে যায় নীচের দিকে। অর্থাৎ, রাত ‘সেরা’ সময় নয়। চার্টে দেখা যাচ্ছে, রাত যত ভোরের দিকে এগোয়ে, ততই টেস্টোস্টেরোনের ক্ষরণ বাড়তে থাকে। সকাল সাতটায় তা পৌঁছয় চরমে। প্রতি ডেসিলিটারে প্রায় সাড়ে চারশো ন্যানোগ্রাম করে ক্ষরণ হতে থাকে এই হরমোন।
এর সঙ্গে যুক্ত হচ্ছে রাতভর বিশ্রাম। ফলে, সকাল সাতটা নাগাদ পাওয়া যেতে পারে সেই ‘সেরা’ সময়ের খোঁজ।
চিকিৎসক সামান্থা ইভান্স বলছেন, সকালের সেক্স দিনভর একজনকে তরতাজা রাখে। চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। তাঁর কথায়, ‘‘ঘুম থেকে ওঠার পরে পুরুষের কাছে ঘণ্টাতিনেক সময় থাকে। এই সময়ে টেস্টোস্টেরোনের ক্ষরণ সবথেকে বেশি থাকে। এবং এর সুযোগ নিলে দিনভর চনমনে থাকা যায়। তা হলে কেন সেই সুযোগ স্রেফ ঘুমিয়ে নষ্ট করবেন?’’
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন