মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরুষরাও মানুষ, নির্যাতন বন্ধের দাবিতে অসহায় পুরুষদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে মানববন্ধন। ২৫ থেকে ৩০ জন পুরুষ দাঁড়িয়ে আছেন ব্যানার ও ফেস্টুন হাতে। ফেস্টুনে লেখা, ‘পুরুষ হলেও আমি মানুষ। বিচার পাওয়া আমার নাগরিক অধিকার।’

তাঁদের দাবি, নারী নির্যাতনবিরোধী আইনসহ বিভিন্ন আইনের মাধ্যমে পুরুষদের ওপর নির্যাতন করা হচ্ছে, সহজেই জেল খাটানো হচ্ছে। এ ধরনের ‘পুরুষ নির্যাতন বন্ধ’ করার দাবি জানান তাঁরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করে ‘পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠন।

সংগঠনের আহ্বায়ক শেখ খায়রুল আলম বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধ আইনের কোনো যাচাই-বাছাই নাই। মামলা হলেই আগে তিন মাস জেল। তারপর আপস। জেলও খাটতে হয়, আবার আপসও করতে হবে। এখানে পুরুষের কোনো মানবাধিকার নেই।’

খায়রুল আলম জানালেন, সারা দেশে নির্যাতিত পুরুষদের নিয়ে তাঁরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছেন।

খায়রুল আলম বলেন, ‘আমরা ২১ দফা দাবি তুলে ধরছি। জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছি। প্রধানমন্ত্রীকেও দিয়েছি।’

মানববন্ধনে আসা এক ব্যক্তি বলেন, ‘আমার অপরাধটা যাচাই-বাছাই করার জন্য একটা সময় নেবে, সময় নেয়নি। আমাকে সরাসরি কারাগারে নিক্ষেপ করা হয়েছে।’

অন্য এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘আমার অনুমতি ছাড়া চাকরি করেছে। আমি এর প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক মামলা করা হয়। দুই মাস জেল খাটিয়েছে।’

ওই কর্মসূচিতে একজন নারীকে পাওয়া যায়। যিনি নির্যাতিত পুরুষের পক্ষে দাঁড়াতে চান। তিনি বলেন, ‘আমার ছেলে থাকতে পারে, ভাই থাকতে পারে।’

নারী অধিকার নিয়ে কাজ করেন শামসুননাহার জোসনা। তিনি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী। এমন কর্মসূচি দেখে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তিনি বললেন, ‘নারী নির্যাতনবিরোধী আইনের যদি অপপ্রয়োগ হয় তবে সেটা আইনের দোষ নয়, যারা অপপ্রয়োগ করছে তাদের দায়দায়িত্ব।’

শামসুননাহার জোসনা বলেন, ‘যদি আইনের অপপ্রয়োগ হয় তবে সরকার তার মনিটর করবে।’ তিনি বলেন, ‘পুরুষ তো ধর্ষিত হয় না। নারী ধর্ষিত হয়। রাষ্ট্রীয় আইনে নারীর প্রতি বৈষম্য আছে। ওই বৈষম্যের নিষ্পত্তি চাই।’

শামসুননাহার জোসনা আরো বলেন, ‘বোঝার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির সমস্যা আছে। ওনারা ভাবছেন নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে তাহলে পুরুষ নির্যাতনে নেই কেন। সেটা তো একটা সাধারণ আইনেই হতে পারে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে