পুরুষের পছন্দ বিনয়ী নারী, নারীর পছন্দ কর্তৃত্বপরায়ণ পুরুষ!

কেমন সঙ্গী চান? এ বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর যা পাওয়া যাবে, তাতে পুরুষ ও নারীর মাঝে একেবারেই মিল নেই। কারণ নারী যেমন পুরুষ চায় পুরুষ তেমন নারী চায় না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নারী তার প্রিয় পুরুষের মাঝে দেখতে চায় নেতৃত্ব দেওয়ার মতো গুণ। এমনকি তা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও বাদ যায় না। অন্যদিকে পুরুষের চাহিদা কিছুটা ভিন্ন। পুরুষ বরাবরই বিনয়ী নারী চার, যার মাঝে থাকবে সংবেদনশীলতা। এটি নারীকে পুরুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।
এ বিষয়ে গবেষণাটি প্রকাশিত হয়েছে হিউম্যান নেচার জার্নালে। এতে উঠে এসেছে, পুরুষ ও নারীর মাঝে বিপরীত লিঙ্গকে পছন্দ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর এ পছন্দ করার মাপকাঠি উভয়ের ক্ষেত্রেই ভিন্ন।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা এ বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তারা জানান, মূলত মানুষের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ‘ভালো জিন’ কতটা প্রভাব বিস্তার করে তাই জানার চেষ্টা করেছেন তারা।
গবেষণাদলটির প্রধান ছিলেন ক্যারেন উ। তারা এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্পিড-ডেটিং পদ্ধতি প্রয়োগ করেন। এতে বাস্তব ফলাফল লাভ করা সম্ভব হয় বলে তারা মনে করেন। স্পিড ডেটিংয়ের ক্ষেত্রে অংশগ্রহণকারীরা মাত্র কয়েক মিনিট করে সময় পান অপরজনকে জানার। আর এতেই তাদের ব্যক্তিত্বের কোন বিষয়গুলো অন্যকে আকর্ষণ করছে, তা জেনে নিতে হয়। ফলে সহজেই গবেষণার জন্য তথ্য পেয়ে যান গবেষকরা।
এ বিষয়টি অনুসন্ধানে ২৬২ জন সিঙ্গেল এশিয়ান-আমেরিকানকে নিয়োগ করেন গবেষকরা। এতে তারা তিন মিনিট করে সময় পান অপর জনের সঙ্গে ডেট করতে। আর এ ডেটের পর অংশগ্রহণকারীদের তাদের সঙ্গী সম্পর্কে নানা প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের মাঝে থাকে তারা কতখানি আকাঙ্ক্ষিত কিংবা কতখানি রোমান্টিক।
এতে দেখা যায়, পরবর্তী ডেটিংয়ের জন্য পুরুষ সঙ্গী হিসেবে ভদ্র কিংবা বিনয়ী নারীকে পছন্দ করলেও নারীরা পরবর্তী ডেটিংয়ের জন্য কর্তৃত্বপরায়ণ পুরুষকেই পছন্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন