পুরোনো রূপে ফিরছেন শাহরিয়ার নাফীস

জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ শাহরিয়ার নাফীসকে হয়তো ভুলেই গেছে অনেকে। তিনি ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলেন। ২০১১ সালে খেলেন সর্বশেষ ওয়ানডে। এই দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় তাকে ভুলে যাওয়াই স্বাভাবিক। নাফীস নিজেকে ভুলতে দিতে চাচ্ছেন না। বরং ইঙ্গিত দিচ্ছেন পুরোনো রূপে ফেরার। গতকাল জাতীয় লিগের চূড়ান্ত রাউন্ডের খেলার প্রথম দিনে ১৫৮ রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি।
বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে এ রান করেন নাফীস। তার ১৫৮ রানে ভর করে প্রথম দিনেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে বরিশাল।
এবারের জাতীয় লিগের প্রথম পাঁচ রাউন্ডে চারটি হাফ সেঞ্চুরি করেছেন নাফীস। সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও তাকে হতাশ হতে হয়েছে একাধিকবার। কিন্তু এবার আর হতাশা নয়, তিনি সম্ভাবনা জাগিয়েছেন পুরোনো রূপে ফেরার।
ধারাবাহিকভাবে রান পাওয়া কি তার মনে জাতীয় দলে ফেরার স্বপ্ন জাগাচ্ছে; এমন প্রশ্নে নাফীস বলেন, ‘আমার আজ যতো বেশি সম্ভব রান করা। এই কাজটাই ঠিকভাবে করে যেতে চাই।’
জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে নাফীস বলেন, ‘জাতীয় দলে খেলা না খেলা আমার হাতে না। আমি যদি পারফর্ম করি, তখন হয়তো নির্বাচকরা ডাকবেন। এটা তাদের ব্যাপার।’
২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয় নাফীসের। ২৪টি টেস্ট এবং ৭৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ২৪টি টেস্টে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭৫ টেস্টে তার সেঞ্চুরি মোট চারটি। হাফ সেঞ্চুরি মোট ১৩টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন