সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশকে ঘুষ দিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালের পার্কিং প্ল্যান (ট্রাফিক) অনুমোদনের জন্য পুলিশকে ঘুষ দিতে গিয়ে ওই হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বুধবার গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম মিজবাউল হক মিন্টু (৩৬) বলে জানিয়েছে পুলিশ। তিনি ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।

গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়ক এলাকায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের একটি শাখা স্থাপনের উদ্যোগ নেয় ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিধি অনুযায়ী সড়ক-মহাসড়কের পাশে এ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে রাজউকের ইমারত স্থাপনের নকশা অনুমোদন ছাড়াও ভবন চত্বরে পার্কিং স্পেস ঠিক আছে কি না, তার জন্য ট্রাফিক বিভাগের ক্লিয়ারেন্স নিতে হয়। এ জন্য প্রায় এক বছর আগে গাজীপুরের পুলিশ সুপারের কাছে আবেদন করে ওই মেডিকেল কর্তৃপক্ষ।

কিন্তু পর্যাপ্ত পার্কিং স্পেস না থাকায় পুলিশ বিভাগ এর জন্য অনুমতি দেয়নি। পরে ওই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আবারও ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্য একাধিকবার আবেদন করে মেডিকেল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও পার্কিং স্পেসের পরিমাণ সঠিক না থাকায় অনুমোদন দেয়নি পুলিশ।

পরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মিজবাউল গাজীপুর ট্রাফিক অফিসের কারনিকের কাছে সম্প্রতি একটি আবেদনসহ খামে ভরে ১০ হাজার টাকা দিয়ে যান। বিষয়টি ফাঁস হলে বুধবার সকালে মিজবাউলকে ট্রাফিক অফিসে ডেকে আনা হয় এবং সত্যতা স্বীকার করায় তাঁকে আটক করে জয়দেবপুর থানায় পাঠানো হয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন বাদী হয়ে আটক ওই কর্মকর্তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো তিন/চারজনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নকশা অনুমোদনের জন্য বেশ কয়েকবার সংশ্লিষ্ট ট্রাফিকের কার্যালয়ে আবেদন পাঠানো হয়েছে। নকশায় ত্রুটি থাকার কথা যতবার বলা হয়েছে, ততবারই সংশোধন করে পাঠানো হয়েছে। কিন্তু টাকা বা উৎকোচের বিষয়টি তাঁর জানা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

  • ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন
  • গাজীপুরে জেএমবির দুই পলাতক সদস্য গ্রেপ্তার
  • গাজীপুরে আবাসিক হেটেলে যৌন ব্যবসা, ৬৭ তরুণ-তরুণী আটক
  • গাজীপুর কাপাসিয়াতে শীতলক্ষ্যা হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
  • দেশে ফেরার ৩ দিনের মাথায় টঙ্গীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা
  • গাজীপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা!
  • গাজীপুরের কাপাসিয়ায় ছেলের দায়ের কোপে বাবা খুন
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন
  • গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত
  • গাজীপুরে বাসচালককে ছুরিকাঘাতে হত্যা
  • গাজীপুর হোটেলে ধরা পড়লো কলেজছাত্রী ও যৌনকর্মীসহ ৮৬জন
  • জোরপূর্বক প্রবেশ করা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ১২