পুলিশকে সরকারের হয়ে কাজ না করার আহ্বান
বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সরকারের অনুগত হয়ে কাজ না করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পাশাপাশি রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন দলটির এই নেতা।
আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের হয়ে কাজ না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার নিষ্ঠুর যন্ত্রে পরিণত করতে গিয়ে পুলিশের ভাবমূর্তি এখন অলক্ষ্য কৃষ্ণগহ্বরের মধ্যে নিক্ষেপিত হয়েছে। রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখলকারী শাসকগোষ্ঠীর হাতিয়ারে পরিণত না হয়ে দেশের আইনসম্মত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ-র্যাব ও জনপ্রশাসনের কাজ করা উচিৎ। বিরোধী দলের প্রতি সরকারের অনঢ়তা, একগুঁয়েমি ও বৈরিতা সমর্থনকারী অনুগত বাহিনী হিসেবে পরিচিতি লাভ করা থেকে বেরিয়ে আসা উচিৎ পুলিশ, র্যাব তথা আইনশৃঙ্খলা বাহিনীর।’
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার এক ন্যক্কারজনক খেলায় মেতে উঠেছে বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন যে অজুহাত উত্থাপন করে সমাবেশ অনুষ্ঠান বানচাল করেছে, তা কেবল অনাচারমূলক রাষ্ট্রেই সম্ভব হয়। তারপরেও পুলিশের বক্তব্য মেনে নিয়ে আমরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। এটি নিয়েও পুলিশ প্রশাসনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দেশবাসীকে হতবাক করেছে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে বাধ্যবাধকতা থাকবে, মতান্তর থাকবে, কূটনীতিও থাকতে পারে। কিন্তু তাই বলে দানবীয় শক্তি প্রয়োগ করে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে দমন করলে সেটি কখনোই গণতান্ত্রিক সংস্কৃতির সমাজভূমি নির্মাণ করবে না।’
‘আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বার্থান্ধতা, ঔদ্ধত্য ও অহিষ্ণুতার ছায়াকে প্রলম্বিত না করে গণতান্ত্রিক রাজনীতির পথচলা এগিয়ে নিতে আগামী ৮ নভেম্বর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের কাছ থেকে জনসভা করার অনুমতি পাওয়া যাবে,’ বলেন রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস রক্তদান কর্মসূচি পালনের জন্য জিয়াউর রহমানের সমাধির পাশে প্যান্ডেল তৈরি করলে পুলিশ তা ভেঙে দিয়েছে।’ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
রিজভী আরো অভিযোগ করেন, রাজধানীর কদমতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জুম্মন চেয়ারম্যান, বিএনপি নেতা মাহবুব, মাসুম, হাসমত ও মিরাজনগর ইউনিট বিএনপি নেতা তাওলাদ হোসেনকে শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে।
কদমতলী থানা পুলিশ কর্মকর্তা মফিজ তার বাহিনীসহ মিরু কমিশনারের বাসায় হানা দিয়ে দারোয়ানকে মারধর করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া এবং শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন