পুলিশি পাহারায় মুস্তাফিজুর রহমান

জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মাতিয়ে সদ্য দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করে দলকে অধরা শিরোপা এনে দেওয়ার পাশাপাশি আসরজুড়ে অসাধারণ ক্রিকেট খেলে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে জিতে নিয়েছেন ‘সেরা উদীয়মান ক্রিকেটারের’ পুরস্কার। যারফলে তরুণ এই পেসারকে নিয়ে টাইগার সমর্থকদের আগ্রহের মাত্রাটা একটু বেশিই।
দেশে ফিরেই পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা। এমনকি নিজ জেলা সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছ থেকেও মিলেছে পুরস্কার ও অভ্যর্থনা। পিছিয়ে নেই ভক্তরাও, গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই শুরু হয় মুস্তাফিজের তেঁতুলিয়ার গ্রামের বাড়িতে ভক্ততের ভিড় করা। আত্নীয়-স্বজনদের পাশাপাশি সমর্থকদের তার বাড়িতে উপচে পড়া ভিড় করার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার বদলে মুস্তাফিজের সময় কাটছে ব্যস্ততায়।
তাই মুস্তাফিজুর রহমানকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে কিছুটা কড়াকড়ি স্থানীয় প্রশাসন, সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের বাড়ির আশে-পাশে বসানো হয়েছে পুলিশি পাহারা। যারফলে এখন থেকে নির্দিষ্ট একটি সময় ব্যতিত ভক্তরা সুযোগ পাচ্ছে না মুস্তাফিজের সাথে দেখা করার কিংবা ছবি তুলার।
এবিষয়ে কালীগঞ্জ উপজেলার তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, “মুস্তাফিজ যাতে বাড়িতে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন, সে জন্য তাঁর সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার জন্য তাঁদের বাড়িতে সব সময় দুজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।”
অন্যদিকে পুলিশি পাহারার বিষয়টি স্বীকার করে মুস্তাফিজুর রহমানের বড়ভাই মোখলেছুর রহমান জানান, গত দু’দিন ভক্ত, বন্ধু ও আত্মীয়স্বজনদের সময় দেওয়ার কারণে বিশ্রাম নিতে পারেননি মুস্তাফিজ। ভক্তদের ভিড়ের ফলে দেরী করে ঘুমাতে যাওয়ার বিপরীতে বাধ্য হয়ে ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল-সকাল। তাই স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে মুস্তাফিজের সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকাড়ি আরোপ করা হয়েছে। তাঁর সঙ্গে দেখা করা, কথা বলা কিংবা ছবি তোলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন