ডলার ছিনতাই চেষ্টা
পুলিশের এএসআই রিমান্ডে; আরেকজনের স্বীকারোক্তি
মার্কিন ডলার ছিনতাই চেষ্টা অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) হেফাজতে নিয়ে দুইদিন জিজ্ঞসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আরেক আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হাকিমের খাসকামরায় নস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলায় আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান শুনানি শেষে আসামি উত্তরা পূর্ব থানার এএসআই আলমগীরের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে ঢাকা মহানগর হাকিম নুর নবী আসামি মাসুম বিল্লাহ দোষ স্বীকার করলে তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিকী ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামি আলমগীরকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। অপর আসামি মাসুম বিল্লাহ দোষ স্বীকার করতে চায় মর্মে তার জবানবন্দি স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন।
এজাহারসুত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে গত ৫ এপ্রিল উত্তরা পূর্ব থানা এলাকায় জনৈক ইলিয়াস হোসেনের কাছ থেকে আঠারো হাজার ৮০০ মার্কিন ডলার ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় ইলিয়াস হোসেন বাদী হয়ে দ্রুতবিচার আইনে মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন