পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিল নারীরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে এক জামায়াত নেতাকে একদল নারী কর্তৃক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে উল্লাপাড়ার বাখুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছেন, বাখুয়া গ্রাম থেকে আতাউর রহমান নামে এক জামায়াত নেতাকে আটক করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন ও একজন পুলিশ সদস্য।
এরপর আতাউরকে থানায় নিয়ে আসার পথে গ্রামের ১০/১৫ জন নারী পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
আতাউরের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বেশ কয়েকটি সন্ত্রাস ও নাশকতার মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করার পর থানায় নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, গ্রামবাসীকে আগামীকালের মধ্যে ওই আসামিকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে বলা হয়েছে। তা না হলে ওই আসামিকে ধরতে গ্রামটিতে পুলিশ অভিযান চালাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন

পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন