পুলিশের গুলিতে এক জামায়াতের কর্মী গুলিবিদ্ধ
সাতক্ষীরার দেবহাটার ঘোনাতলা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নূরুল আমিন (৪০) নামের এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার শুক্রবার দিবাগত রাত দুই টার দিকে ঘটনাটি ঘটেছে। সে দেবহাটার গরানবাড়িয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে।
ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ২টি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছে। গুলিবিদ্ধ নূরুল আমিনের বিরুদ্ধে ২টি হত্যাসহ ৬ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে,নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জামায়াত সমর্থকরা তাদের উপর বোমা হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে জামায়াত কর্মী নূরুল আমিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ তথ্য কর্মকর্তা এস আই কামাল হোসেন জানান,শনিবার রাত দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশ খবর পায় ঘোনাতলা গ্রামের জাকির মেম্বরের দোকানের পাশে জামায়াত-শিবির সমর্থকরা নামকতার পরিকল্পনা করছে। এ সময় দেবহাটা থানা পুলিশ সেখানে অভিযানে নামলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরন ঘটনায়। পুলিশ এ সময় কয়েক রাউন্ড গুলি চালালে জামায়াত নেতা নূরুল আমিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে নূরুল আমিনকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় পুলিশের দুইজন সদস্য সামান্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ২টি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ নূরুল আমিন দেবহাটার আওয়ামীলীগ নেতা আবু রায়হান ও আল আমিন হত্যাসহ ৬ মামলার আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে আবারও জামায়াত-শিবিরকে সংগঠিত করছিল সে। তার বাম পায়ের হাঁটুর নীচে গুলিবিদ্ধ হয়েছে।
সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান,গুলিবিদ্ধ নূরুল আমিন জামায়াতের দায়িত্বশীল কেউ নন। তবে তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী বলে দাবি ওই জামায়াত নেতার।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন