পুলিশের বাঁধায় কুবি ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড
কুমিল্লা নগরীতে পুলিশের বাঁধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল মাঠে ওই শোভাযাত্রায় যোগদানকারী ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে ৫টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওয়ানার প্রস্তুতি নেয়। এসময় কোতয়ালি মডেল থানা পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে টাউন হল মাঠে সমবেত ছাত্রদলের নেতা-কর্মীদেরকে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নোমান আহাম্মেদ অভিযোগ করে বলেন, বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল সহকারে মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওয়ানা করেছিলাম।
এর আগে আমরা পুলিশের অনুমতি নিলেও পরে পুলিশ লাঠিচার্জ করে আমাদের নেতা-কর্মীদের ৫টি মোটরসাইকেল আটক করে নিয়ে যায়।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন আহাম্মেদ বলেন, অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রা করতে টাউন হল মাঠে সমবেত হয়। নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনমনে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা থাকায় আমরা তা করতে দেয়নি। এছাড়া কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন