পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগঃ ছত্তিশগড়
ভারতের ছত্তিশগড় রাজ্যের পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগ এনেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ওই নারীদের ধর্ষণ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
স্থানীয় সময় শনিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়। এতে আরো জানানো হয়, নির্যাতনের শিকার আরো ২০ নারীকে নিয়ে খুব শিগগির নতুন এক বিবৃতি দেওয়া হবে।
মানবাধিকার কমিশন জানায়, তাদের কর্মকর্তাদের ধর্ষণের শিকার নারীদের কাছ থেকে জবানবন্দি দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং এক মাসের মধ্যে তা দাখিল করতে বলা হয়। সেই জবানবন্দির ভিত্তিতেই পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগগুলো।
আক্রান্ত নারীদের কেন ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে না, ভারত সরকারকে এমন প্রশ্ন করে মানবাধিকার কমিশন। সেখানে আট নারীকে তিন লাখ, ছয়জনকে দুই লাখ ও দুজনকে ৫০ হাজার করে মোট ৩৭ লাখ রুপি সহায়তা দেওয়ার আবেদন করা হয়।
২০১৫ সালের নভেম্বরে ভারতের একটি পত্রিকায় ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলায় পাঁচটি গ্রামের নারীদের ওপরে নির্যাতনের একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, রাজ্য পুলিশের কাছে হেনস্তার শিকার হন কমপক্ষে ৪০ নারী। তাঁদের মধ্যে দুজনকে গণধর্ষণ করা হয়।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, পুলিশ সদস্যরা ওই গ্রামগুলোর পাশ দিয়ে যাচ্ছিল। তখন তারা ওই ধর্ষণের ঘটনা ঘটায়। পরে গ্রামবাসীর জিনিসপত্র ভাঙচুর ও লুট করে পুলিশ সদস্যরা।
প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি চোখে পড়ে মানবাধিকার কমিশনের। এর পর তারা ঘটনাটি আমলে এনে অনুসন্ধান চালানো শুরু করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন