বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের লাঠিচার্জে এক নার্সের ‘গর্ভপাত’ , তিনি ৩ মাসের গর্ভবতী ছিলেন..!

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে সালমা আক্তার (২৭) নামে আন্দোলনরত এক নার্সের গর্ভপাত হয়েছে। তিনি ৩ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যা ৬টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে এ ঘটনা ঘটে।

আহত সালমা আক্তার বর্তমানে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার।

তিনি জানান, বিকেলে তারা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। এ সময় ধানমণ্ডি ৩২ নম্বরে পুলিশের প্রথম ব্যারিকেডের মুখোমুখি হতে হয়। পরে ওই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে পুলিশ নার্সদের ওপর লাঠি চার্জ করে। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদেরই একজন গর্ভপাতের শিকার নার্স সালমা আক্তার।

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা জান নিয়া পালাইছি। পুলিশ মেয়েদের ওপর বুট দিয়া লাথি মারছিল। এ সময় সালমা নামে আমাদের এক আন্দোলনকারীর গর্ভপাত হয়। এখনো তার ব্লিডিং থামছে না।’

তিনি আরো বলেন, ‘পুলিশ প্রথমে আমাদের ওপর লাঠি চার্জ করছে। তারপর গরম পানি ছিটায়, সাথে মরিচের গুড়াও। আমরা সবাই জান নিয়া পালাই। আমাদের অন্তত অর্ধশত আন্দোলনকারী আহত হইছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাচ্ছি।’

সোহরাওয়ার্দী হাসপাতালের ক্যাজুয়েলিটি আবাসিক সার্জন ফাবিয়া ইমদাদ বলেন, ‘সালমাসহ আরো ৪ জন গুরুত্বর আহত হয়ে এখানে এসেছিলেন। এদের মধ্যে সামলা গর্ভবতী ছিলেন। বাকিরা পুলিশের লাঠি পেটায় আঘাতপ্রাপ্ত।’

সালমার গর্ভপাত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রক্তক্ষরণ হয়েছে এটা ঠিক। তবে গর্ভপাত হয়নি। তাকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।’

সোহরাওয়ারর্দী হাসপাতাল সূত্রেই জানা যায়, মিডিয়াকে এড়িয়ে যাওয়ার জন্য সালমাকে ধানমণ্ডি ১৫ নম্বরের ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন।

পরে ইবনে সিনা হাসপাতালে গেলে সালমা বলেন, ‘আমাকে পেটে লাথি মারা হয়েছে। আমার ভ্যাজাইনাল ব্লিডিং হয়েছে। আমার প্রিয়োড ইরেগুলার হতো। প্রেগনেন্ট কিনা নিশ্চিত না।’ স্ত্রী আহত হওয়ার খবর পেয়েই ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতলে এসে উপস্থিত হয়েছেন সালমার স্বামী সাঈদ।

এদিকে লাঠিচার্জের বিষয়টি স্বীকার করে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারো ওপর গর্ভপাত হওয়ার মতো কোনো লাঠিচার্জ করা হয়নি।’

উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।
Capture

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে