পুলিশের ২৯৩ জন পেলেন ভালো কাজের স্বীকৃতি

ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২৯৩ পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক নিজ হাতে এ ব্যাজ পড়িয়ে দেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি বিশেষ ক্যটাগরিতে এ ব্যাজ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী এবার ২৮৮ জনকে ব্যাজ দেওয়ার কথা থাকলেও আরো কিছু বিষয় বিবেচনা করে এ সংখ্যা বাড়ানো হয়।
এ ক্যাটাগরিতে ৫৩ জন, বি ক্যাটাগরিতে ১০১ জন, সি ক্যাটাগরিতে ৪৭ জন, ডি ক্যাটাগরিতে ৩৩ জন, ই ক্যাটাগরিতে ৩৬ জন এবং এফ ক্যাটাগরিতে ১৮ জন আইজিপি ব্যাজ পেয়েছেন। বাকি পাঁচজনকে অন্য ক্যাটাগরিতে ব্যাজ দেওয়া হয়।
ব্যাজ পাওয়া পুলিশ সদস্যরা কাজের প্রতি আরো আন্তরিক হবেন বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন