পুলিশের ২৯৩ জন পেলেন ভালো কাজের স্বীকৃতি
ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২৯৩ পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক নিজ হাতে এ ব্যাজ পড়িয়ে দেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি বিশেষ ক্যটাগরিতে এ ব্যাজ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী এবার ২৮৮ জনকে ব্যাজ দেওয়ার কথা থাকলেও আরো কিছু বিষয় বিবেচনা করে এ সংখ্যা বাড়ানো হয়।
এ ক্যাটাগরিতে ৫৩ জন, বি ক্যাটাগরিতে ১০১ জন, সি ক্যাটাগরিতে ৪৭ জন, ডি ক্যাটাগরিতে ৩৩ জন, ই ক্যাটাগরিতে ৩৬ জন এবং এফ ক্যাটাগরিতে ১৮ জন আইজিপি ব্যাজ পেয়েছেন। বাকি পাঁচজনকে অন্য ক্যাটাগরিতে ব্যাজ দেওয়া হয়।
ব্যাজ পাওয়া পুলিশ সদস্যরা কাজের প্রতি আরো আন্তরিক হবেন বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন