পুলিশে ডিআইজিসহ ১২ কর্মকর্তার রদবদল
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রদবদল করা তিনজন ডিআইজির মধ্যে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক মো. আতিকুল ইসলামকে বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা এসবির ডিআইজি এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
নয় অতিরিক্ত ডিআইজি পদে রদবদল হওয়া কর্মকর্তারা হলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপির) অতিরিক্ত ডিআইজি মো. মাইনুল হাসানকে ঢাকা পিআইবির অতিরিক্ত ডিআইজি, ঢাকা পিআইবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল কালাম আখন্দকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপির) অতিরিক্ত কমিশনার, ঢাকা পিআইবির অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলমকে রংপুর পুলিশ ট্রেনিং কলেজের (পিটিসি) কমান্ড্যান্ট, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ ওমর ফারুককে খুলনা পিটিসির কমান্ড্যান্ট, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াকে ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রাব্বানিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার (রাজশাহী) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুল রহমানকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনা পিটিসির কমান্ড্যান্ট বখতিয়ার আলমকে সারদার (রাজশাহী) অতিরিক্ত ডিআইজি এবং বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়েদুর রহমানকে ঢাকা পিআইবি পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন