রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পুলিশে নির্যাতনে ব্যক্তির মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে মিছিল

সাভারের আমিনবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে আমিনবাজারের বেগুনবাড়ী মহল্ল্যায় এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সোমবার বিকেলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করে প্রায় আধঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ আশরাফুল আজিমসহ ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতের নাম ওয়াহেদুজ্জামান (৪০)। তিনি আমিনবাজারের বেগুনবাড়ী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

এলাকাবাসীরা জানান, রবিবার দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুলসহ কয়েকজন পুলিশ আমিনবাজারে বেগুনবাড়ী মহল্লায় অভিযান চালান। এসময় ইয়াবা সেবনের অভিযোগে ওয়াদেকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাড়িতে হানা দেন এসআই আমিনুল।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াহেদ দৌঁড়ে বাড়ির পাশে মফিজ নামের এক ব্যক্তির একটি পুকুরে ঝাপ দেন। এসময় ডিবি পুলিশও পানিতে ঝাপ দিয়ে ওই যুবককে পানিতে চুবিয়ে হত্যার পর চলে যায়। ঘটনার পর সোমবার বিকেলে এলাকাবাসী ওই পুকুরে তল্লাশী করে ওয়াহেদের মৃতদেহ উদ্ধার করেন। এসময় নিহত ওই যুবকের হাতে একটি তালা ও গামছা বাধা ছিলো।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ কাধে নিয়ে বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

নিহত ওয়াহেদ এক বছর আগে গাড়ির ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের ভাই আবুল কালাম জানান, গত কয়েকদিন আগে ডিবি পুলিশের এসআই আমিনুল চার লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো ওয়াহেদের কাছে। টাকা না দেওয়ায় তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এর কয়েকদিন আগেও ওয়াহেদকে ধড়ে ডিবি পুলিশ এক লক্ষ টাকা নিয়ে ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন কালাম।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত ওয়াহিদুজ্জামান আমিনবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এর পর তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের তথ্য দিলে পুলিশ ও তার পরিবারের সদস্যরা মিলে তাকে খোঁজার চেষ্টা করে। পরে পুলিশ নিহতের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এবিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। কি ভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। তদন্তে ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ