পুলিশ কর্মকর্তার গালে যুবলীগ নেতার থাপ্পড়!
পুলিশের এক কর্মকর্তাকে থাপ্পড় মারলেন যুবলীগ নেতা। সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাঘা থানার এএসআই ইউসুফ আলী মোটরসাইকেল নিয়ে নারায়াণপুর বাজারে আসেন। এরপর তিনি মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে অন্য পাশে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় শুভ নামে এক সাইকেল আরোহীর সঙ্গে তার ধাক্কা লাগে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী সাইকেল আরোহীকে মারপিট করেন। এসময় ওই এলাকা দিয়ে মোটরসাাইকেলযোগে সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন জেলা যুবলীগ নেতা আবুল কালাম মিঠু।
লোকজন ঘটনাস্থলে সমবেত হওয়ায় যুবলীগ নেতা মিঠুর মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে ইউসুফ আলীর। এ ঘটনায় মিঠুকেও মারতে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তা। বাকবিতণ্ডার এক পর্যায়ে যুবলীগ নেতা মিঠু পুলিশ কর্মকর্তা ইউসুফ আলীকে থাপ্পড় মারেন। এ সময় ইউসুফ আলী যুবলীগ নেতা মিঠুকে আটক করার চেষ্টা করলে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, যুবলীগ নেতা মিঠুর সঙ্গে এএসআই ইউসুফের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। থাপ্পড় মারার মতো কোনো ঘটনা ঘটেনি। পরে তাদের দুইজনকে একসঙ্গে বসিয়ে বিষয়টির মীমাংসা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন