পুলিশ পরিচয়ে পুলিশের বাড়িতে ডাকাতি!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশ পরিচয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে সাত মুখোশধারী ডাকাত পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান তালুকদারের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে এবং বেঁধে ফেলে।
সাবেক এএসআই শাহজাহান তালুকদার বলেন, ডাকাতরা তাঁর বাড়ি থেকে ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে। রাতেই রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শেখ মুনীর উল গীয়াস।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন
গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন