পুলিশ যাকে পাচ্ছেন ধরে মেরে ফেলছেন: আওয়ামী লীগের সংসদ সদস্য
আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ বলেন, আপনারা সন্ত্রাসীদের ধরেছেন… সাথে সাথে মেরেও ফেলেছেন। সেটা পৃথিবীর আর কোথাও ঘটেনি। সে কারণে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে র্যাব আয়োজিত ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদী অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সাংসদের ওই বক্তব্যের পরই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সংসদ সদস্য আবেগের বশবর্তী হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বক্তব্য দিয়েছেন।
পরে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক এমপির বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘পুলিশ কাউকে মেরে ফেলেনি’।
অনুষ্ঠানের অতিথি আ.লীগের সাংসদ আবু রেজা বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদীদের দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথিবীতে এক নম্বরে রয়েছেন।
জঙ্গি দমনে র্যাব-পুলিশের সাম্প্রতিক নানা অভিযানে নিহত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যেই সুইডিশ রেডিওর এক প্রতিবেদনে র্যাবের ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগও তোলা হয়।
এনিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবারের অনুষ্ঠানে এমপি নদভীর বক্তব্যে হেসে ওঠেন শ্রোতাদের অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেগের বশবর্তী হয়ে এক সংসদ সদস্য বলেছেন, ‘পুলিশ যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে’। পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। তারা আক্রমণের শিকার হলেই পাল্টা আক্রমণ করছেন।”
পুলিশ প্রধান শহীদুল বলেন, পুলিশ কোনো জঙ্গিকে ধরে হত্যা করে না। তারাই প্রথমে পুলিশের উপর আক্রমণ করে। তারপর আত্নরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পুলিশ সব সময়ই জঙ্গিদের গ্রেপ্তার করতে চায়।
নওগাঁর সংসদ সদস্য নদভী মেরে ফেলাকে সমর্থন জানিয়ে বলেন, জঙ্গিদের আমরা হেদায়েত করতে পারব না, তারা বধির হয়ে গেছে।
তিনি বলেন, আমি যখন নওগাঁর এমপি হয়েছিলাম তখনও জঙ্গি ও জামাতিরা আমাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাকে হত্যা করতে একত্রিত হয়েছিল। পরে তিন ঘণ্টা একটা মসজিদে থাকার পর আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গিয়েছিলাম।
ধর্মের শরণ নিয়ে জঙ্গিদের কর্মকাণ্ডের অসারতা তুলে ধরতে র্যাব এই বইটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন। ছিলেন মওলানা ফরীদ উদ্দীন মাসঊদও।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন