পুলিশ সুপারের উদ্যোগেঃ নড়াইলে মাদক ও জঙ্গীবিরোধী শোভাযাত্রা
মোঃ হিমেল মোল্যা, নড়াইল: নড়াইলে মাদক ও জঙ্গীবিরোধী এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই শোভাযাত্রার কার্যক্রম পরিচালনা করা হয়।
নড়াইলকে মাদক ও জঙ্গীমুক্তকরণের লক্ষ্যে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার (সার্কেল), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে মাদক ও জঙ্গীমুক্তকরণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও জঙ্গী ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশের নিকট প্রদান করার জন্য তিনি সাধারণ জনগণের সহায়তা কামনা করেন
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন