শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ হত্যায় মামলা, আসামি ২

সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী হামলাকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেফতারে গতকাল বুধবার ঘটনার পর থেকে র‌্যাব-পুলিশের কয়েকটি দল কাজ করছে। শিগগিরই হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল রয়েছে।

মোহসীন কাদির বলেন, ডিউটি পরিবর্তনের সময় হামলাকারীরা শিল্প পুলিশের পাঁচ সদস্যের (কনস্টেবল) ওপর হামলা চালিয়েছিল। এতে একজনের মৃত্যু এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। তবে বাকি তিনজনের তেমন ক্ষতি হয়নি। এই তিনজনের কাছ থেকে হামলাকারীদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে, যা হামলাকারীদের শনাক্ত করতে সহায়ক হবে।

এদিকে কর্তব্যে অবহেলার জন্য আশুলিয়া থানার উপপরিদর্শক হাবিবুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে গতকালই। ঘটনাস্থলের ওই চেকপোস্টে পুলিশ সদস্যদের প্রধান ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের উদ্দেশ্যে সেখানে পৌঁছালেও তিনি সময়মতো যাননি। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অপর পুলিশ সদস্য নুরে আলমের অবস্থা এখনো সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন বিভাগের ইনচার্জ ডা. নাসির হোসেন বলেন, বুক ও মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এ জন্য তাকে আরো অন্তত তিন দিন নিবিড় পরিচর্যা বিভাগেই থাকতে হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি চেকপোস্টে শিল্প পুলিশের পাঁচ সদস্যের ওপর আতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মুকুল (২৩) নামের এক পুলিশ সদস্য নিহত হন ও গুরুতর আহত হন নুরে আলম নামের আরেক পুলিশ সদস্য।

তথ্যের গরমিল : গতকাল বুধবার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য নুরে আলমকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে বলেন, মানবতাবিরোধীদের চলমান বিচারকার্য বাতিল করার উদ্দেশ্যে অন্যান্য হত্যাকাণ্ডের মতোই পুলিশ সদস্য মুকুলকে হত্যা করেছে একটি চক্র।

এ সময় তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাত/আটজন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।

শিল্প পুলিশ-১-এর উপপরিচালক কাওসার শিকদারও বুধবার হামলাকারীদের সংখ্যা সাত-আটজন বলে দাবি করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আশুলিয়া থানায় যে মামলা দায়ের করা হয়েছে তাতে মোটরসাইকেল আরোহী দুই হামলাকারীকে আসামি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত