পুলিশ হত্যা: পালানো তিন পুলিশ বরখাস্ত
আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শিল্প পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল্লা সাংবাদিকদের বিষয়টি জানান।
তিন পুলিশকে বরখাস্তের কারণ হিসাবে তিনি জানান, কনস্টেবল মুকুলকে হত্যা ও নূরে আলমকে কুপিয়ে জখম করার সময় বাকি তিন কনস্টেবল কোনো প্রতিরোধের চেষ্টা না করে পেছনের শালবনের ভিতর দিয়ে পালিয়ে যান। এজন্য কনস্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামান নামে তিন শিল্প পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি পুলিশ চেক পোস্টে দুর্বৃত্তের হামলায় মুকুল নামে এক শিল্প পুলিশ কনস্টেবল নিহত এবং নূরে আলম নামে একজন আহত হন। আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন