পুলিশ হত্যা: পালানো তিন পুলিশ বরখাস্ত

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শিল্প পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল্লা সাংবাদিকদের বিষয়টি জানান।
তিন পুলিশকে বরখাস্তের কারণ হিসাবে তিনি জানান, কনস্টেবল মুকুলকে হত্যা ও নূরে আলমকে কুপিয়ে জখম করার সময় বাকি তিন কনস্টেবল কোনো প্রতিরোধের চেষ্টা না করে পেছনের শালবনের ভিতর দিয়ে পালিয়ে যান। এজন্য কনস্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামান নামে তিন শিল্প পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি পুলিশ চেক পোস্টে দুর্বৃত্তের হামলায় মুকুল নামে এক শিল্প পুলিশ কনস্টেবল নিহত এবং নূরে আলম নামে একজন আহত হন। আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন