পূজামণ্ডপে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
দুর্গাপূজায় পূজামণ্ডপে যে কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান।
কমিশনার বলেন, রাজধানীর ২২৯টি পূজামণ্ডবের প্রত্যেকটিতে আইন-শৃংঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্যদের রাখতে হবে। প্রতিটি মণ্ডপ এবং এর আশপাশ এলাকায় পর্যাপ্ত আলো, সিসিটিভি এবং মণ্ডপে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়াও পূজার সময় সকল ধরনের পটকা ও আতশবাজি না ফোটানোর কথা জানান তিনি।
তিনি বলেন, প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা পথ তৈরি এবং প্রবেশ পথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহ তল্লাশি করবে।
সভায় উপস্থিত ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের প্রতিনিধিদের উদ্দেশ্যে আছাদুজ্জামান মিয়া বলেন, নির্ধারিত বিসর্জন পয়েন্টের লোকাল পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন