পূজামন্ডপে সুন্দরী নারীর স্তন চেপে ধরায় গায়ক অভিজিৎ-এর বিরুদ্ধে মামলা
ভারতীয় বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক নারী। অভিযোগে বলা হয়েছে, পূজা মণ্ডপে ওই সুন্দরীর স্তন চেপে ধরে তাকে যৌন হয়রানি করেন।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, ঘটনাটি ঘটে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা দুর্গা পূজা মণ্ডপে। অভিজিৎ এ মণ্ডপের আয়োজকদের একজন।
অভিযোগকারী নারী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গায়ক কৈলাস খেরের গান দেখতে এসেছিলেন। কিন্তু মঞ্চের সামনে ভিড় থাকায় তিনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। আর তখনই তিনি অনুভব করেন, পাশে দাড়িয়ে থাকা অভিজিৎ তার শরীরে অশ্লীল আক্রমন করছেন।
হয়রানির শিকার হওয়ার পরপরই প্রতিবাদ করেন সেই নারী। তিনি আয়োজকদের কাছে নালিশ করতে চেয়েছিলেন বলেও জানান। কিন্তু তার দাবী, অভিজিৎ তাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেন।
এই ঘটনার পর যৌন হয়রানির অভিযোগে স্থানীয় থানায় মামলা করা হয়েছে এই প্লেব্যাক শিল্পীর বিরুদ্ধে।
নিজের বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে আসেন বাঙালি এই গায়ক। সালমান খানের গাড়ি চাপা মামলার রায় হবার পর তিনি রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন।
এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে অভিজিতকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে মেসেজ দেয়া হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে লেখেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে কলকাতার এবিপি আনন্দ জানায়, অভিজিৎ দাবি করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ওই নারী বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও শোনেননি তিনি। সে জন্য তাকে অডিটোরিয়ামের বাইরে বের করে দেয়া হয়। অভিজিতের দাবি, এর জেরে তাকে হুমকিও দেন ওই নারী। এরপরই থানায় গিয়ে এফআইআর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন