পূজায় মডেল জ্যাকলিন মিথিলার নতুন রূপ!!
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যনতুন খোলামেলা ছবি আপলোড করে আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন তিনি অনেকই। তিনি হালের আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা।
জ্যাকলিন মিথিলা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে খোলামেলা ছবি দিয়ে থাকেন? এ প্রশ্নের উত্তর আদৌ মিলবে কি না জানা নেই। তবে জনসাধারনের সামনে আসা জ্যাকুলিন মিথিলা কিন্তু খোলামেলা থাকেন না। মিথিলা একজন সনাতন ধর্মালম্বী। আর তাদের এখন চলছে ধর্মীয় উৎসব গুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। যেহেতু তার এটি সব চেয়ে বড় উৎসব তাই বেশ আনন্দেই কাটছে সময়।
আজ দশমীর দিন। এ দিনে মা দূর্গাকে বির্সজন দিয়ে শেষ হবে এবারের দূর্গাপূজা।
পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার সব পূজা মন্ডপ গুলো। চট্টগ্রামের এই মেয়ে এবারই প্রথম ঢাকায় পূজা পালন করছেন। তাও আবার পূজার বিশেষ শাড়ী পড়ে। সেই ছবি গুলো দিচ্ছেন তার ফেসবুকে। যেখানে রাত হলেই গুড নাইট আবার সকালে গুড মনিং লিখে খোলামেলা ছবি আপলোড করতেন তিনি।
আজ পূজার উৎসব শেষ হলে তার ভক্তরা অপেক্ষায় থাকবে কি তার সেই আগের রুপে নাকি তারা পূজার শাড়ীতেই মেনে নিয়েছেন তাকে। নাকি ক্ষনে ক্ষনে দীর্ঘশ্বাস ফেলে বলবেন বাহ! জীবন কত সুন্দর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন