পূজা উপলক্ষে ভারতের হাইকমিশনারের শুভেচ্ছা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানী মহানগরী এবং দেশের অন্যসব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজামণ্ডপগুলো দেখে খুব খুশি বলেও জানান তিনি।
রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ একসঙ্গে সব অনুষ্ঠান উদযাপন করে। অন্যসব অনুষ্ঠানের মত শারদীয় উৎসবও আমাদের আনন্দ এবং সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে।’
প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে এবং প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে। আমরা অবশ্যই শান্তিতে এবং সংহতিতে ভাল প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব।’
হাইকমিশনার বলেন, ‘এই দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তার স্বর্গীয় আর্শীবাদের জন্যে প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্যে শান্তি, সমৃদ্ধিও উন্নতি এবং সাফল্য বয়ে আনে।’
তিনি বাংলাদেশের পূজা উদযাপন কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন