পূজা উপলক্ষে ভারতের হাইকমিশনারের শুভেচ্ছা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানী মহানগরী এবং দেশের অন্যসব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজামণ্ডপগুলো দেখে খুব খুশি বলেও জানান তিনি।
রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ একসঙ্গে সব অনুষ্ঠান উদযাপন করে। অন্যসব অনুষ্ঠানের মত শারদীয় উৎসবও আমাদের আনন্দ এবং সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে।’
প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে এবং প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে। আমরা অবশ্যই শান্তিতে এবং সংহতিতে ভাল প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব।’
হাইকমিশনার বলেন, ‘এই দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তার স্বর্গীয় আর্শীবাদের জন্যে প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্যে শান্তি, সমৃদ্ধিও উন্নতি এবং সাফল্য বয়ে আনে।’
তিনি বাংলাদেশের পূজা উদযাপন কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন