পূজা মণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা, আটক ৯
শহরের পুরানবাজার পূজা ম-পে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পুরানবাজার দাসপাড়া ও হরিসভা পূজা ম-পে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটিকে কেন্দ্রে করে কিছু উচ্ছৃঙ্খল যুবক দেশিয় অস্ত্র নিয়ে পূজা ম-পে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। এসময় পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
পরে এএসপি সাকিল আহাম্মেদের নেতৃত্বে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়।
এসময় ঘটনায় জড়িত সন্দেহে জহির (২০), নাঈম(১৮), হৃদয় খান (১৯), অন্তর হোসেন(১৮), ইদ্দিস গাজী (১৮), কাউছার পাটওয়ারী (১৮), শামিম মিয়া (১৯), মিঠু হাওলাদার (২২) ও রাকিবকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন