শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৃথিবীকে নিরাপদ করতে ড. ইউনূসের তিন শূন্য থিওরি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমান পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের ‘তিন শূন্য থিওরি’ বাস্তবায়ন করতে হবে। তাই পৃথিবীকে নিরাপদ করতে তিন শূন্য চাই।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ‘সোস্যাল বিজনেস ডে-২০১৫’ উপলক্ষে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই তিন শূন্যের প্রথমটি হচ্ছে দারিদ্র্য। যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। দ্বিতীয় শূন্য বেকারত্ব। বেকারত্বও শূন্যের কোটায় নামাতে হবে। আর তৃতীয় শূন্য হচ্ছে_ কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণও শূন্যের কোটায় নামাতে পারলে পৃথিবীকে নিরাপদ করা যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘পৃথিবীকে নিরাপদ করতে হলে আমাদের দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ তিনটি বিষয় বাস্তবায়ন করা গেলে পৃথিবীকে নিরাপদ করা যাবে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীতে মোট সম্পদের ৫০ ভাগ মাত্র ৮৫ জন লোকের হাতে রয়েছে। বাকি ৫০ ভাগ সম্পদের মালিক বাকি জনগণ। তাই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হলে আমাদের বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এ জন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে ধারণা সেটি ছড়িয়ে দিতে হবে।’

নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য মানুষের জন্ম হয়েছে। অথচ তরুণদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। পড়াশোনা শেষে তারা চাকরির পেছনে ছুটছে। চাকরি না পেলে তারা বেকার হয়ে বসে আছে। তরুণদের রয়েছে অপরিসীম সম্ভাবনা। তাদের আমরা সেই সম্ভাবনার পথ দেখাতে চাই। উদ্যোক্তারা ব্যবসার ধারণা দেবে। আমরা তাদের পুঁজি দিয়ে তার ব্যবসার অংশীদার হতে চাই। এটিই সামাজিক ব্যবসার ধারণা।’

অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করলে স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়। স্বপ্ন বাস্তবায়নে আমাদের তরুণ সমাজ, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা নিশ্চিত করতে হবে।’ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, বর্তমানে প্রতিদিন পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে। যারা পৃথিবীতে আসছে তাদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা শুধু প্রবৃদ্ধি চাই না, প্রবৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন চাই। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে আমরা পৃথিবীকে বাসযোগ্য করতে চাই। এ কারণে আমাদের সস্নেস্নাগান_ ‘আমরা চাকরি প্রার্থী নই, চাকরিদাতা হতে চাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ঢাকা সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা শরিফা হাফসা, সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিশেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীবিস্তারিত পড়ুন

হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত

হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে আপাতত প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়াবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস

জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়বিস্তারিত পড়ুন

  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত, আজষ্টমী ও কুমারী পূজা
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান
  • রাস্তা দ্রুত মেরামত না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *