পৃথিবীতে বিজ্ঞানের ১৯ টি গুরুত্বপূর্ণ মজার আবিষ্কার !
কিছু কিছু বিজ্ঞানী থাকেন যাদের মাথা একেবারে আউলা ঝাউলা! তারা এমন এমন সব জিনিস আবিষ্কার করে বসে থাকেন যেগুলোর কথা কেউ কল্পনাই করতে পারেন নি। প্রথমে সেগুলোকে খুব সাধারণ আবিষ্কার মনে করা হলেও পরে দেখা যায় সেগুলো ব্যবহৃত হচ্ছে ইম্পর্টট্যান্ট সব কাজে! আজ আমি এরকমই কয়েকটি আবিষ্কার নিয়ে আলোচনা করবো। যেগুলো আবিষ্কারের সময় সেরকম মূল্য না পেলেও আজ খুবই জরুরী। সেগুলো ছাড়া আমরা কাটাতে পারি না একটি দিনও। কারণ এগুলোই যে আমাদের জীবনযাত্রাকে করেছে সহজ এবং গতিশীল।
এইরকম ছাতা কি দেখেছেন কখনো? এটা কিন্তু জাপানিদের আবিষ্কার। দেখে মনে হতে পারে বিরক্তিকর কিন্তু ঘন বর্ষায় শরীর শুকনো রাখতে কিন্তু এই ছাতার জুড়ি নেই।
কানে কম শোনেন? বাড়িয়ে নিন আপনার শ্রবণশক্তি!! কে ভেবেছিলো এইভাবে শ্রবণশক্তি বাড়ানো যায়??
কান পরিষ্কার করার জন্য এর থেকে ভালো কিছু পাবেন না বোধহয়!
সর্দি লেগেছে? টয়লেট পেপার ঝুলিয়ে রাখুন ছবিটির মতো করে! আর উপভোগ করতে থাকুন বিজ্ঞানের আবিষ্কারের ফলাফল!
ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকার দারুণ বুদ্ধি। এর আবিষ্কারক ও জাপান।
সময় কাটছে না? বাবল পপ গুলো ফোটান! আপনি মাত্র ৮ টা বাবল পপ ফুটিয়ে শেষ করতে পারবেন না!
এইবার থেকে আর কোন ড্রপ মিস হবে নাহ!
সেলফি তোলার জন্য সেলফি স্টিক! সেলফি তুলুন মনের মতো! ঘুরিয়ে ঘুরিয়ে!
সাউন্ড ক্যাচার ! টিভির শব্দ শোনা যাবে শুধু নির্দিষ্ট কম্পাঙ্কে! বিরক্ত হবে না আশেপাশের কেউ!!
বই কিন্তু বই না! শুধু বইয়ের মতো!!
আপনার আওয়াজ শুনতে পাবে শুধুমাত্র নির্দিষ্ট মানুষ।
কলার মতো স্লিপকেস! এর ভেতরেই ঘুমাবেন?? এটা কিন্তু রাবারের মতো নড়তেও পারে!!
সাথে ম্যাচ নাই? তাতে কি হয়েছে? এইভাবে জ্বালান আপনার সিগারেট!
লোনলি ওম্যানের জন্য কি অদ্ভুত আবিষ্কার দেখেছেন??
লোনলি পুরুষের জন্য আরেক পাগলের আবিষ্কার।
আশা করি বিজ্ঞানের অদ্ভুতুড়ে কিছু আবিষ্কার সম্পর্কে জানতে পেরেছেন। আমিও চেষ্টা করি আপনাদের জানানোর। আপনাদের জানার আগ্রহ কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন। শুভ বিদায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন