‘পৃথিবীর কোথাও ম্যাচের মধ্যে আম্পায়ারদের চলে যাওয়া দেখিনি’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রোববার আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ ছেড়ে বের হয়ে যান আম্পায়াররা। অভিযোগ, আম্পায়ারদের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় জঘন্য ভাষায় গালিগালাজ করেছেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও কর্মকর্তারা। তাই ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত। কিন্তু তামিম শোনাচ্ছেন অন্য কথা!
তার মতে, তিনি দোষ করলে ম্যাচ রেফারী ব্যবস্থা নেবেন। তাই বলে আম্পায়াররা ম্যাচ বন্ধ করে বের হয়ে যাওয়ার ঘটনা নাকি কখনই দেখেননি।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে তিনি বলেছেন, ‘প্রথমেই আমি একটা ব্যাপার পরিস্কার করতে চাই। আমি মাঠে থেকে দেখেছি, ব্যাটসম্যান পরিস্কার স্ট্যাম্পিং হয়েছে। কিন্তু তারা আউট দেননি। এখন, আমি তাদের সঙ্গে যে ব্যবহার করেছি সেটা যদি তাদের খারাপ লাগে তাহলে আমার বিরুদ্ধে তারা অভিযোগ করুক! আমি যদি দোষী হই, তাহলে দোষী হতাম! কিন্তু তাই বলে এই নয়, আম্পায়াররা বের হয়ে যাবেন।’
তিনি আরো বলেন, ‘প্রথম ইনিংসে একই ঘটনা ঘটেছে। সেবার নাসিরও (নাসির হোসেন) এরকম করেছে। তখন কেন আম্পায়াররা বের হয়ে গেলো না? পৃথিবীর কোথাও এমন ঘটনায় ম্যাচের মধ্যে আম্পায়ারদের চলে যাওয়া দেখিনি!’
তামিমের দাবি, তার দোষ হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ম্যাচ রেফারির। তারা ম্যাচ ছাড়তে চাননি। বললেন, ‘আমার দল ম্যাচ খেলতে রাজি ছিলো। কিন্তু আমি জানি না আম্পায়াররা কেন বের হয়ে গেলেন।’
জানিয়ে রাখা ভালো, স্থগিত ওই ম্যাচের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যদিও ম্যাচ বন্ধ করার ব্যাপারে আম্পায়ার অসুস্থ হয়ে পড়েছেন বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সভায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন