পেছাল ভারতের বাংলাদেশ সফর

ম্যাচের দিনক্ষণ সবই ঠিক আছে। ৭ জুন সন্ধ্যায় মোদি ঢাকা ছাড়বেন। ১০ জুন বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট হবে ফতুল্লা স্টেডিয়ামে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। তবে নির্ধারিত তারিখের একদিন পরে আসবে ভারতীয় দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৭ জুন ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু তারা আসছেন ৮ জুন। বিসিসিআই বিসিবিকে সফরসূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। বিসিসিআই মৌখিকভাবে ফ্লাইট সূচি পরিবর্তনের কথা জানিয়েছে।
সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা ছাড়ার পর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে আগামী ৬ জুন ঢাকায় আসছেন। এটি মোদির প্রথম বাংলাদেশ সফর। ৭ জুন সন্ধ্যায় মোদি ঢাকা ছাড়বেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন