পেসারদের পর এবার আসছে স্পিনার হান্ট!
বাংলাদেশ ক্রিকেটে এক সময়ে স্পিনারদের স্বর্ণযুগ ছিল। সে সময় পার হয়ে এখন চলছে পেসারদের দাপট। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমে, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেনের মত পেসাররা বাংলাদেশের জার্সি গায়ে গেল এক বছর মাঠ নিয়ন্ত্রণ করছেন, পেয়েছেন সাফল্যও। তবে এবার আসছে স্পিনারদের সুযোগ।
পেস বোলিং উন্নতির সাথে সাথে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের স্পিন আক্রমণ। দলে একমাত্র আরাফাত সানি ছাড়া আর কোন স্পিন বোলারই নিয়মিত নন। একের পর এক স্পিনার আসলেও অবৈধ অ্যাকশন কিংবা ফর্মহীনতায় তারা হারিয়ে গেছেন। অ্যাকশন ঠিক করলেও অনেকে পাচ্ছেন না আগের সেই দুর্ধর্ষ ফর্ম। স্পিনারদের সেই হারানো জৌলুশ ফিরিয়ে আনতে নতুন প্রস্তাবনার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রস্তাবনার প্রথমেই রয়েছে ‘স্পিনার হান্ট’।
বাংলাদেশে এর আগে কখনো স্পিনার হান্ট হয়নি। ২০০৫ সালে প্রথমবারের মত ‘পেসার হান্ট’ হয়েছিল। এরপর ২০০৭ সাল দ্বিতীয় দফায় আরো একবার পেসার হান্টের আয়োজন করা হয়েছিল। এ বছর রবির সৌজন্যে তৃতীয়বারের মত পেসার হান্টের আয়োজন করা হয়। সেখান থেকে প্রতিভাবান ১০ জন পেসারকে তুলে এনেছে বিসিবি। তারা বর্তমানে হাই পারফর্মেন্স দলের সঙ্গে রয়েছেন।
শুক্রবার বাংলাদেশের ভারত সফর নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। সে সময় বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনার কি কি হতে পারে সে বিষয়ে কথা বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবির নতুন প্রজেক্টের ভেতর শুরুতেই রয়েছে স্পিনার হান্ট। আমরা স্পিনারদের নিয়ে কাজ করব।’
ইতোমধ্যে স্পিনার হান্ট পরিচালনার জন্য অভিজ্ঞ স্পিন কোচও খোঁজা শুরু করেছে বিসিবি। তবে দেশ সেরা স্পিনারদের খুঁজে বের করার এই প্রক্রিয়া কবে শুরু হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন