পেসার মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার হচ্ছে আজ

বাংলাদেশের ক্রিকেটের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের কাঁধে ইংল্যান্ডের ডাক্তাররা আজ একটি অস্ত্রোপচার করবেন বলে কথা রয়েছে। তিনি ব্রিটেনের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন। সেখানে মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি।
এই অস্ত্রোপচারের পর অন্তত ছয় মাসের জন্য মুস্তাফিজকে মাঠের বাইরে চলে যেতে হবে। লন্ডনে মুস্তাফিজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেখানকার ক্রিকেট দাতব্য সংস্থা ক্যাপিটাল কিডস ক্রিকেট এর পরিচালক ও সাবেক কোচ শহিদুল আলম রতনের। বিবিসিকে তিনি বলেন একটা সার্জারির পর চার থেকে ছয় মাস সময় লাগতে পারে পুনর্বাসনের জন্য।
এর আগেও এ সমস্যা অনেক ফার্স্ট বোলারের হয়েছে এবং তারা পরে ফিট হয়ে ক্রিকেটে ফিরে এসেছেন। রতন বলেন, লন্ডনে তিনি যতটুকু মুস্তাফিজকে দেখেছেন বিষয়টি নিয়ে তেমন ভীত বলে মনে হয়নি তার। তিনি বলেন, এ সমস্যা তার ইংল্যান্ডে গিয়েই হয়নি বরং এটা আগে থেকেই ছিল। সে কারণে আগেই বিষয়টির দিকে দৃষ্টি দিলে এ পর্যায়ে উপনীত হতো না সমস্যাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন