পেসার রুবেলের নতুন অস্ত্র ‘বাটারফ্লাই’
পেসার রুবেল হোসেনের প্রধান অস্ত্র গতি আর ইয়র্কার। বরাবরই এই দুই অস্ত্রে ব্যাটসম্যানদের পরাস্ত করে থাকেন তিনি। এই সময়ের আলোচিত পেসারের ভাণ্ডারে যোগ হয়েছে নতুন একটি অস্ত্র, ‘বাটারফ্লাই’।
স্লগ ওভারে সাফল্য পেতে এই ডেলিভারি নিয়ে আসছেন রুবেল। এই ডেলিভারি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন তিনি। আশা করছেন নতুন অস্ত্রে সাফল্য পাবেন তিনি।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে রুবেল বলেন, ‘অনেদিন ধরেই আমি ভাবছিলাম, অফ কাটার, ইয়র্কার ও গতির সঙ্গে যদি নতুন কিছু যোগ করতে পারি তাহলে স্লগ ওভারে বেশ কাজে আসবে। সেভাবে চেষ্টা করছিলাম নতুন কিছু আনতে। শেষ পর্যন্ত ‘বাটারফ্লাই’ নামের নতুন একটি ডেলিভারি আনতে পেরেছি। এই ডেলিভারি নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করছি।’
কেমন হবে রুবেলের নতুন এই ডেলিভারি? এই সম্পর্কে তাঁর জবাব, ‘এই ডেলিভারি কিছুটা নিচু হয়ে ধীর গতিতে যাবে। যদি ঠিকভাবে এর ব্যবহার করা সম্ভব হয়, তাহলে আমি নিশ্চিত ব্যাটসম্যানদের কিছুটা হলেও পরাস্ত করা সম্ভব হবে।’
গত বছরের সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রুবেল। কিছুদিন পর সেরে উঠলেও, ডিসেম্বরে বিপিএলে খেলতে গিয়ে আবার চোট পান এই ডানহাতি পেসার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলে দারুণভাবে জ্বলে ওঠেন তিনি। ১৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
তাই রুবেল দারুণ আত্মবিশ্বাসী ভবিষ্যতে ভালো কিছু করতে, ‘ঢাকা প্রিমিয়ার লিগে ভালো গতিতেই বল করতে পেরেছি বলেই হয়তো সাফল্য পেয়েছি। এই সাফল্য আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে ভবিষ্যতে ভালো কিছু করতে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন