পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় রাজশাজী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সোমবার মুক্তমঞ্চে বিতর্কে বসার জন্য প্রশাসনকে চিঠি দিবেন বলে জানান রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নওশীন তাবাসসুম বলেন, “এই পোষ্য কোটা আমরা চাই না। অনেকেই ১,০০০ এর বেশি মেরিট পেয়েও ভালো সাবজেক্টে আমাদের সঙ্গে পড়তেছে। কিন্তু ১,০০০ এর কম মেরিট পেয়েও অনেকে সাবজেক্ট পায় না। এমনকি ৬-৭,০০০ মেরিট থেকেও অনেক ভালো ভালো সাবজেক্ট পাচ্ছে। এই জন্য আমরা এই কোটাকে রেড অ্যালার্ট দেখাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, “আমরা সোমবার তাদের সঙ্গে বিতর্কে বসতে চাই। তার জন্য আজকে আমাদের পক্ষ থেকে একটা চিঠি দিব। তারা যদি বিতর্কে না যেতে চায়, তাহলে অবশ্যই এটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা অক্ষমতা। আর তারা যদি ওপেন বিতর্ক জয় লাভ করে বা, তাদের যুক্তি উপস্থাপন করতে পারে, তাহলে আমরা এই আন্দোলন থেকে সরে যাব। কিন্তু তারা যদি সেখানে না আসে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।”
কর্মসূচিতে আইন বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল ইসলামসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন