পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় রাজশাজী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সোমবার মুক্তমঞ্চে বিতর্কে বসার জন্য প্রশাসনকে চিঠি দিবেন বলে জানান রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নওশীন তাবাসসুম বলেন, “এই পোষ্য কোটা আমরা চাই না। অনেকেই ১,০০০ এর বেশি মেরিট পেয়েও ভালো সাবজেক্টে আমাদের সঙ্গে পড়তেছে। কিন্তু ১,০০০ এর কম মেরিট পেয়েও অনেকে সাবজেক্ট পায় না। এমনকি ৬-৭,০০০ মেরিট থেকেও অনেক ভালো ভালো সাবজেক্ট পাচ্ছে। এই জন্য আমরা এই কোটাকে রেড অ্যালার্ট দেখাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, “আমরা সোমবার তাদের সঙ্গে বিতর্কে বসতে চাই। তার জন্য আজকে আমাদের পক্ষ থেকে একটা চিঠি দিব। তারা যদি বিতর্কে না যেতে চায়, তাহলে অবশ্যই এটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা অক্ষমতা। আর তারা যদি ওপেন বিতর্ক জয় লাভ করে বা, তাদের যুক্তি উপস্থাপন করতে পারে, তাহলে আমরা এই আন্দোলন থেকে সরে যাব। কিন্তু তারা যদি সেখানে না আসে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।”
কর্মসূচিতে আইন বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল ইসলামসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন