পৌনে ৬ টায় শুরু হবে বাঘ সিংহের দারুন লাড়াই

বিপিএলের চলতি আসরে মাঠে নামেই নিজেকে তুলে ধরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। গেইলকে পেয়ে তামিম ইকবালও যেন ফিরে পেয়েছেন নিজেকে। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদরাও রয়েছে দারুণ ছন্দে। হাইভোল্টেজ এ ম্যাচটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পৌনে ৬ টায়।
চট্টগ্রামে দ্বিতীয় পর্ব থেকেই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিমরা। জিতেছে টানা চার ম্যাচে। আর গেইল দলে যোগ হওয়ায় তাদের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে বহুগুণ। তবে মিরপুরের উইকেটের যা অবস্থা, গেইল নিজের সেরাটা দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় ছিল। তবে রংপুরের বিপক্ষে ২৬ বলে ৪০ রান করে কিছুটা প্রমাণ দিয়েছেন। কিন্তু বিপিএলে সর্বাধিক তিন সেঞ্চুরির মালিকের কাছ থেকে এতটুকু দেখে কি আর মন ভরে? খুলনা টাইটান্সের বিপক্ষে আজ তাই আরেকটি গেইল শো দেখার আশাতেই বুক বাঁধছেন ভক্তরা।
এদিকে মাহমুদউল্লাহর খুলনা রয়েছে দুর্দান্ত ফর্মে। ৯ ম্যাচের ৬ জয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। তারাও আজ জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করে নিতে চাইবে। রিয়াদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে কুপার, জুনায়েদরা রয়েছেন দুর্দান্ত ফর্মে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন