পৌরসভা নির্বাচনে বিজিবি মোতায়েন করা হবে!
আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটার অনুপাতে প্রতি পৌরসভায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ বাহক মারফত পাঠানো হয়েছে।
একই সঙ্গে সব নির্বাচনী এলাকায় ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইন শৃঙ্খলা মোতায়েনে ইসির নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রও জারি করা হয়েছে।
ইসির উপ সচিব সামসুল আলম জানান, ইসির নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে মাঠ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি ভোটার অনুযায়ী পৌরসভাগুলোয় এক প্লাটুনের কম বেশি বিজিবি মোতায়েন করা হবে।
সেনা মোতায়েনে বিএনপি’সহ কিছু রাজনৈতিক দল ও প্রার্থীর আবেদনের পরও ইসি তাতে সাড়া দেয়নি। তবে বিজিবি ও র্যা ব সদস্য বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
কমিশন সুত্র জানায়, যেভাবে চাওয়া হয়েছে সেভাবে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে যে খসড়া পরিকল্পনা ইসি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে সম্মতি পাওয়ায় পরিপত্র সেভাবেই জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ছয় উপকূলীয় পৌরসভা মূলাদী, মেহেন্দিগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, রামগতি ও পাথরঘাটায় কোস্টগার্ড থাকবে। বাকি ২২৯ পৌরসভায় ভোটার অনুপাতে বিজিবি মোতায়েন হবে।
এরমধ্যে ১০ হাজারের নিচে ভোটারের পৌরসভায় ১ প্লাটুনের কম (তিন সেকশন এক প্লাটুন-সেক্ষেত্রে সুবিধামত থাকবে), ১০ হাজার থেকে ৫০ হাজারের ভোটারের পৌরসভায় এক প্লাটুন এবং ৫০ হাজার থেকে ১ লাখ ভোটারের পৌরসভায় এক প্লাটুন বা তার বেশি এবং ১ লাখের বেশি পৌরসভায় ২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন করে ইসি ও বিজিবিকে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠিয়ে দিয়েছে বলে জানান তিনি।
এবার পৌরসভায় নিরাপত্তায় ৭০ হাজারের বেশি পুলিশ, অর্ধ লক্ষাধিক আনসার-ভিডিপি, বিজিবি শতাধিক প্লাটুন, র্যা বের ৮১টি টিম ও ছয় প্লাটুন কোস্টগার্ড সদস্য নিয়োজিত থাকছে বলে জানান ইসি কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন