সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি’র দ্বিধা কেন?

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।বুধবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সিনিয়র নেতাদের একটি বৈঠক হয়। ধারণা করা হচ্ছিল সেই বৈঠক থেকে নির্বাচনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।কিন্তু শেষপর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে। খবর-বিবিসি।

এমন অবস্থায় আজ রাতে ২০ দলীয় জোট নেতাদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া।নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩রা ডিসেম্বর। কিন্তু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কেন? দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, বুধবার রাতের বৈঠকে সিনিয়র নেতারা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন।

বিএনপির জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা পৌরসভা নির্বাচনে অংশ নেবার পক্ষে। কিন্তু তারপরও বিএনপি’র কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসছে না।

বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে গেলে শুধু পরাজয়ই নিশ্চিত হবে। সঠিক ফলাফল আসবে না।

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং কয়েক বছর আগে উপজেলা নির্বাচন তার প্রমাণ বলে উল্লেখ করেন কয়েকজন সিনিয়র নেতা।কিন্তু নির্বাচনে অংশ না নিয়েও উপায় নেই বলে তারা মনে করছেন।শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবার দায়িত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছেন সিনিয়র নেতারা।

দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “ বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। শর্তসাপেক্ষে আমরা নির্বাচনে অংশ নিলেও নিতে পারি।”তবে নির্বাচন কমিশনের উপর বিএনপি’র আস্থা নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি’র একজন সিনিয়ির নেতা জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া দলটির কাছে অন্য কোন বিকল্প নেই। কারণ এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র সেই নেতা বলেন, “নির্বাচনে নৌকার পাশাপাশি ধানের শীষ প্রতিক না থাকলে ভোটারদের কাছ থেকে আমরা পিছিয়ে পড়বো। অনেক স্থানীয় নেতা সেরকম মনে করেন। ”

বিএনপি নেতারা বলছেন, জানুয়ারী মাসের শুরুতেই নতুন ভোটার তালিকায় ৫০ লক্ষ নতুন ভোটার যোগ হবার কথা। ডিসেম্বরের ৩০ তারিখ নির্বাচন হলে তারা পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারবে না।

সেজন্য বিএনপি নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠাবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।কিন্তু সে চিঠি নির্বাচন কমিশন খুব একটা গুরুত্বের সাথে নেবে বলে মনে হয় না।

বিএনপি’র কোনো কোনো নেতা বলছেন, মনোনয়নপত্র জমা দেবার জন্য এখনো সাতদিন বাকি।তাছাড়া স্থানীয় পর্যায়ের নেতারা মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতিও নিয়েছেন। দলের সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই তারা সেটি জমা দেবেন।কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করার পেছনে কী যুক্তি থাকতে পারে? এ নিয়ে বিএনপি নেতারা খোলাখুলি কিছু বলছেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রাতে ২০ দলীয় জোটের সাথে একটি বৈঠক করবেন। সেখানে তিনি জোট নেতাদের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মতামত জানতে চাইবেন।এরপেরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে তারা জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের