পৌর নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ
পৌরসভার নির্বাচনের দাবিতে সমাবেশ ও র্যালি করেছে বিএনপির। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মৌন মিছিল ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর ইন্ধনে ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি বাদী হয়ে সীমান্ত সংক্রান্ত বিরোধ নিয়ে হাইকোর্টে একটি রিট করেছেন। এ কারণে প্রথম দফায় ঘোষিত ২৩৪ পৌরসভার থেকে মেহেরপুর পৌরসভা বাদ পড়েছে বলে অভিযোগ বিএনপির।
সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় মাসুদ অরুণ বলেন, ‘সারাদেশে নির্বাচনী উৎসব বিরাজ করলেও মেহেরপুর পৌরসভার ভোটারদের হতাশার সাগরে ডুবানো হয়েছে। মেয়রের মেয়াদপূর্তি হলে নতুন নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের পৌর পিতা নির্বাচন করবেন সে অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্র চলছে। প্রয়োজনে সর্বদলীয় আন্দোলন ফোরাম গঠনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলার করা হবে।’
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘ভোটে নিশ্চিত পরাজয় ভেবে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার অনুগতদের মাধ্যমে মামলা করে তফশিল আটকে দিয়েছেন। এটি শুধু মেহেরপুরবাসীর সঙ্গে নয়, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। সরকার যেখানে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে মতুর ওই ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।’
প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাসুদ অরুণ। বক্তব্য দেন জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।
সমাবেশ শেষে মাসুদ অরুণের নেতৃত্বে মৌন মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৌর নির্বাচন আয়োজনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবিতে গত শনিবার ও সোমবার যুবলীগ এবং রোববার প্রতিবাদ সমাবেশ করে সদর উপজেলা আওয়ামী লীগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন