পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল
নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ২০ দলের আজকের বৈঠকে আলোচনা হলেও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ২০ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই পৌর নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, এ বৈঠক ২০ দলীয় জোটের সৌজন্য সাক্ষাৎ। এখানে পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের নেতারা খালেদা জিয়ার ওপর দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, জোটগতভাবে এ নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কি না, আর জোটভুক্ত দল বিএনপির প্রতীক ব্যবহার করবে কি না, তা নিয়ে আইনি ব্যাখ্যার দাবি রাখে।
রিপন আরও বলেন, ‘দলীয় নেত্রী নিজের মত দিয়েছেন। জোটের নেতারা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন। নানা বিষয়ের সঙ্গে পৌর নির্বাচনের বিষয়টিও আলোচনা করেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রতি তাঁরা আস্থা প্রকাশ করেছেন এবং বলেছেন আপনি (খালেদা জিয়া) যে সিদ্ধান্ত নিবেন তাঁর প্রতি সম্মান জানাব।’
বৈঠক সূত্র জানায়, পৌর নির্বাচনে প্রত্যেক পৌরসভায় ২০ দলের একক প্রার্থী থাকবে। কোনো দল থেকে প্রার্থী মনোনীত হলে বাকি জোটভুক্ত বাকি দলগুলো তাকে সমর্থন জানাবে। শরিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির কাছে জমা দেবে। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হবে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জোটের এক নেতা।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাপের সভাপতি জেবেল রহমান ঘানি, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন