পৌর নির্বাচনে অধ্যক্ষের কাছে হারলেন অধ্যাপক

অনিয়ম ও সহিংসতার কারণে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বন্ধ হয়ে যাওয়া চারটি কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রিটার্নিং অফিসার জানান, গত ৩০ ডিসেম্বরে স্থগিত রাখা চারটি ভোট কেন্দ্র সহ ২৮টি কেন্দ্রে মেয়র পদে ২৯,৯১২ ভোট পেয়ে পুনরায় পৌরপিতা নির্বাচিত হয়েছেন বিএনপি’র ধানের শীষ প্রতিক নিয়ে লড়াই করা অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতিকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন ভোট পেয়েছেন ২২ হাজার ৬৫টি ।
এর মধ্য দিয়ে ৭ হাজার ৮৪৭ ভোট বেশী পেয়ে অধ্যাপক খোকন কে পরাজিত করলেন অধ্যক্ষ ভজে।
জাতীয় পার্টির জয়নাল আবেদীন পেয়েছেন ২হাজার ৯ ভোট। ইসলামী আন্দোলনের হাফেয নুরুল হুদা পেয়েছেন ১হাজার ৩৮৩ ভোট ।
এছাড়া তিনটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলরের বেসরকারি ফল অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ২নং ওয়ার্ডে গোলাম মোস্তফা (ব্রীজ), ৩নং ওয়ার্ডে জিয়াউল হক জিয়া (পাঞ্জাবী) এবং ৪নং ওয়ার্ডে জোবায়দুল ইসলাম মিন্টু (পাঞ্জাবী) নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী থাকা একটি সংরক্ষিত মহিলা আসনে (১,২,৩ নং ওয়ার্ড) রাজিয়া সুলতানা (কাঁচি) নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ১২টি সাধারণ ওয়ার্ড ও চারটি সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর হিসেবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন