পৌর ভোটে অনিয়মের প্রমাণ কূটনীতিকদের দিল বিএনপি
পৌরসভা নির্বাচনে জালিয়াতি, ব্যালট পেপার ছিনতাই ও জালভোটের ভিডিও ডকুমেন্টারি ও দালিলিক প্রমাণ বিদেশি কূটনীতিকদের কাছে হস্তান্তর করেছে বিএনপি।
আজ বুধবার বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রমাণ হস্তান্তর করেন বিএনপির নেতারা।
বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিক ও দাতাসংস্থার ১৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস এবং সুইডেন, ডেনমার্ক ও তুরস্কের রাষ্ট্রদূতসহ ১৪ দেশের কূটনীতিকরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের শুরুতে অংশ নেন। বৈঠক চলার সময় অন্য কর্মসূচিতে যোগ দিতে তিনি বেরিয়ে যান। এ ছাড়া বৈঠকে অন্য নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৈঠক থেকে বেরিয়ে ড. রিপন সাংবাদিকদের বলেন, ‘আমরা সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দালিলিক তথ্য-প্রমাণ বিদেশি কূটনীতিকদের তুলে ধরেছি। এর মধ্যে নির্বাচনের অনিয়মের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি দিয়েছি।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আরো বলেন, ‘পৌর নির্বাচনে প্রমাণিত হয়েছে এ সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব নয়।’
এ ব্যাপারে বিদেশি কূটনীতিকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন