পৌর ভোট জোর করে সিল মেরে নিয়ে গেছে: মির্জা ফখরুল
পৌর নির্বাচনে ‘ভোট কারচুপির’ মধ্য দিয়ে বর্তমান সরকারের ‘দেউলিয়াত্ব’ আবারো উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের বিডি হলে পৌর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল হালিম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে যে নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হবে। এই যে পৌরসভা নির্বাচন, পত্র-পত্রিকায় আপনারা দেখেছেন, আমাকে বলতে হবে না। দেখেছেন না? কী হয়েছে? নির্বাচন হয়েছে? সব জায়গায় সিল মেরে জোর করে নিয়ে গেছেন।’
বাংলাদেশে গণতন্ত্র এখন ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে নির্বাচন কমিশন একটা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন নিজেরাই অসহায় হয়ে যায়। বলে, প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ জানাব, আমাদের এ সমস্যার সমাধান করে দিন। এই রকম একটা নির্বাচন কমিশন।’
‘এই নির্বাচন কমিশনের কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না। বিএনপি মনে করে, একটা শক্তিশালী নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন—এটা আবার প্রমাণিত হলো’, বলেন ফখরুল।
বিএনপির মহাসচিব আরো বলেন, এই পৌর নির্বাচনের মধ্য দিয়ে এটা আবারো প্রমাণিত হয়েছে, সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন