প্যারিসে হামলা চালায় ‘তিনটি দল’
সংঘবদ্ধ তিনটি সন্ত্রাসী দল ফ্রান্সের ছয়টি স্থানে হামলা চালায়। ফ্রান্সের প্রধান সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মোলিনস এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে হামলায় নিহত হয় ১২৯ জন। এতে তিন শতাধিক লোক আহত হয়েছে।
এদিকে শনিবার হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও এই হামলার জন্য আইএসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, দায়ীদেরকে ‘ক্ষমাহীন’ জবাব দেবে ফ্রান্স। অর্থাৎ সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে বড় পরিসরে হামলা চালাবে তারা।
শোকের শহরে পরিণত হয়েছে প্যারিস। সেই সঙ্গে গোটা বিশ্ব এই বর্বর হত্যাকা-ের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে।
প্যারিস হামলার পরদিন অর্থাৎ শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সিরিয়া ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক হয়েছে। আইএস নির্মূলের কৌশল হিসেবে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গুরুত্ব পেয়েছে। এ জন্য সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার কথা হয়েছে। এরপর ২০১৭ সালে সিরিয়ায় সাধারণ নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে কূটনৈতিক বিশ্ব।
তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন