প্যারিস হামলাস্থলে ওবামা
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার শিকার বাতাক্লঁ থিয়েটার পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁকে নিয়ে সেখানে যান তিনি।
খবর বিবিসির।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব পার্টিসে (কপ২১) যোগ দিতে প্যারিসেপৌঁছার পরপরই বাতাক্লঁতে যান ওবামা। ওই সময় তাঁর সঙ্গে ওলাঁদ ছাড়াও ছিলেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাতাক্লঁতে যাওয়ার পর হতাহতদের স্মরণে ঘটনাস্থলের পাশে একটি সাদা গোলাপ রাখেনওবামা। এরপর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে ওলাদঁ ও হিদালগোর হাতে হাত রেখে ঘটনাস্থল ছাড়েনতিনি।
গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাতাক্লঁর থিয়েটারে। ওই হামলায় ৯০ জন মানুষ নিহত হন। হতাহত হন আরো অর্ধ শতাধিক মানুষ।
ভয়াবহ ওই সিরিজ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকে আইএস দমনে মধ্যপ্রাচ্যে নতুন করে তৎপরতা শুরু করে ফ্রান্স। দেশটির এ তৎপরতায় যথাযথ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন