প্যারিস হামলা : স্টেডিয়ামকে টার্গেট করেছিল কেন?
ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় প্রায় দেড়শ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক শ মানুষ।
গত শুক্রবার এসব ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূল আক্রমণের লক্ষ্য ছিল প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত বাটাক্লঁ কনসার্ট হল। রয়টার্সের খবরমতে, বন্দুকধারীদের গুলিতে এই কনসার্ট হলেই নিহন হন ৮৭ জন। আরো চারটি স্থানে বোমা ও গুলিতে মারা যান আরো ৪০ জনের মতো।
সন্ত্রাসীদের অন্যান্য আক্রমণের লক্ষ্যস্থলের মধ্যে ছিল প্যারিসের সবচেয়ে বড় স্টেডিয়াম স্টাডে ডি ফ্রান্সও। হামলার সময় এই মাঠেই চলছিল ফ্রান্স ও জার্মানির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। খেলা দেখতে গিয়েছিলেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
আত্মঘাতী বোমা হামলার লক্ষ্য ছিল স্টাডে ডি ফ্রান্স। তবে স্টেডিয়ামের ভেতরে হামলাকারীরা ঢুকতে পারেনি। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের খুব কাছেই সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত হন। ফ্রান্স-জার্মানির ম্যাচ ঠিকমতো শেষ হলেও খেলা শেষে স্টাডে ডি ফ্রান্সের গ্যালারি ছেড়ে মাঠে নেমে এসেছিলেন আতঙ্কিত দর্শকরা।
সন্ত্রাসীরা স্টেডিয়ামকে টার্গেট করেছিল কেন?
প্যারিসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ায় ফ্রান্সের বিমান হামলার প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএস। স্টেডিয়ামে হামলার কারণও ব্যাখ্যা করেছে জঙ্গি সংগঠনটি।
শনিবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের ৮ সশস্ত্র ভাই প্যারিসের বেশ কয়েকটি ভালো জায়গা লক্ষ্যস্থল হিসেবে বেছে নিয়েছিল। ফ্রান্স ও জার্মানির ম্যাচের কারণেই স্টাডে ডি ফ্রান্সকে বেছে নেওয়া হয়েছিল। তারা দুই ধর্মযোদ্ধার দেশ। আর সেখানেই ছিল ওই ‘নির্বোধ’ ফ্রাঁসোয়া ওলাঁদ।’
আইএসের এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, স্টাডে ডি ফ্রান্সেও ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল তারা।
ফুটবল বিশ্বের সমবেদনা
প্যারিসে ভয়াবহ এ সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ফুটবল বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সহানুভূতির কথা প্রকাশ করেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আর্জেন্টাইন তারকা মেসি লেখেন, ‘শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের সবার এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা সব সময় চাই,এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এমন ঘটনা যেন না ঘটে সেজন্য মানুষে মানুষে ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
অন্যদিকে পর্তুগিজ তারকা রোনালদো টুইট করেন, ‘প্যারিস হামলায় নিজেকে ভিন্ন ভাবতে পারছি না আমি। যেন আমার ওপরই হয়েছে এই হামলা। এই ঘটনায় আহত-নিহত সবার প্রতি আমার গভীর সমবেদনা।’
সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)
ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ বাতিল হবে?
আগামী মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্রান্সের। কিন্তু প্যারিসে ভয়াবহ এমন হামলার তিন দিন পরেই ম্যাচটি খেলবে তো ফ্রান্স? শনিবার ফ্রান্সে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম বাতিল করা হয়।
অবশ্য এদিন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচ আগের পরিকল্পনা অনুযায়ীই এগোবে। কোনো খেলোয়াড়ের আত্মীয়স্বজন কেউ আহত হলে সে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারবে।
প্যারিসে হামলার রাতে ফ্রান্সের হয়ে জার্মানির বিপক্ষে খেলছিলেন অ্যান্তোনিও গ্রিজমান। আর ওদিকে বাটাক্লঁ কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার সময় সেখানেই ছিলেন তার বোন। তবে তার বোন সেখান থেকে অক্ষত বেরিয়ে আসতে পেরেছেন বলে গ্রিজমান নিজেই পরে নিশ্চিত করেছেন।
এদিকে উয়েফা জানিয়েছে, প্যারিসে হামলায় নিহত-আহতদের সম্মান জানাতে এ সপ্তাহে সব ইউরোপিয়ান প্রীতি ম্যাচে খেলোয়াড়রা কাল ব্যাজ পরে মাঠে নামবেন।
২০১৬-ইউরো ফ্রান্সে হবে তো?
আগামী বছরের জুনের শুরুতে ফ্রান্সেই বসতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। তবে প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ এই সন্ত্রাসী হামলা ইউরোতে অংশ নিতে যাওয়া দেশগুলোকে একরকম চিন্তার মধ্যেই ফেলে দিল। এরই মধ্যে নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন ইতালির কোচ অ্যান্তোনি কোন্তে ও ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি।
যদিও ইউরোর এখনো প্রায় সাত মাস বাকি আছে। তবে নিরাপত্তার ব্যাপারটাই সব দলের কাছে আগে গুরুত্ব পাবে। সুতরাং ২০১৬-ইউরো ফ্রান্সে হবে কি না, সেটা সময়ই বলে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন